পোরশা সীমান্তে দুটি ভারতীয় মহিষসহ যুবক আটক
নওগাঁর পোরশা সীমান্তে দুটি ভারতীয় মহিষসহ মিজাইল (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কটকৃত যুবক উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে পোরশা সীমান্তের ১৬বিজিবি’র অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইলিয়াসের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভূট্টাপাড়া গ্রামের বালুভাঙ্গা মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় ভারতীয় ২টি মহিষসহ মিজাইলকে আটক করেন তারা।
আটককৃত মহিষসহ মিজাইলকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি। ##
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :