দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর শোক ও বিশেষ প্রার্থনা
শুক্রবার বিকেলে গোহাইল রোডস্থ বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পালক মি: গিলবার্ট মৃধা। তাঁর মৃত্যুতে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সকল কর্মসূচি বাতিল করে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও স্থানীয় শাখার সাধারণ সম্পাদক পবিত্র প্রামানিক প্রেরিত শোক বার্তাটি উপাসনালয়ে পাঠ করে শোনানো হয়।
বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বিশেষ প্রার্থনা সভায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দেশনায়ক তারেক রহমান গণতান্ত্রিক সংগ্রামে মায়ের মতো আপোসহীন নেতৃত্ব বজায় রাখতে পারে ঈশ্বরের নিকট এই আশীর্বাদ রাখি।
প্রার্থনায় দেশনেত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার চির শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

ষ্টাফ রিপোর্টার