সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের শেরে বাংলা সড়কে ঐতিহ্যবাহী, প্রাচীনতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৭ পদে ভোট গ্রহন করা হয়। অপর দুইটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে এ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সাংবাদিক লায়ন আমিনুল হক নির্বাচিত হন। সভাপতি পদে এ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান পেয়েছেন ৫৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহজাহান সরকার বাবুল পেয়েছেন ৫৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে সাংবাদিক লায়ন আমিনুল হক পেয়েছেন ৭৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক সাকির হোসেন বাদল পেয়েছেন ৪৩ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. নকিবুল ইসলাম (প্রাপ্ত ভোট ৫৯), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ রোবায়েতুর রহমান রোবায়েত (প্রাপ্ত ভোট ৮০), অর্থ সম্পাদক শাহ্ হামিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজ ও সাহিত্য সম্পাদক পদে কাজী জাহিদ (প্রাপ্ত ভোট ৭৮), নাট্য সম্পাদক পদে মো. আখতারুল ইসলাম মৃধা (প্রাপ্ত ভোট ৬৮), পাঠাগার সম্পাদক পদে মো. নজরুল ইসলাম সরকার (প্রাপ্ত ভোট ৬৫), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মো. বদিউজ্জামান বদিয়ার (প্রাপ্ত ভোট ৭০), সঙ্গীত সম্পাদক পদে হোসনে আরা লিপি (প্রাপ্ত ভোট ৬৩), অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে মো. দলিলুর রহমান দিলু (প্রাপ্ত ভোট ৭২), দপ্তর সম্পাদক পদে মো. মমিনুল ইসলাম মুকুল (প্রাপ্ত ভোট ৬৭), মহিলা সম্পাদক পদে উম্মে জাহান উর্মি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং নির্বাহী সদস্য পদে মো. আকতার হোসেন খান (প্রাপ্ত ভোট ৮৫), অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার (প্রাপ্ত ভোট ৭৯), গোলাম রুবায়েদ মিন্টু (প্রাপ্ত ভোট ৯০), এম. এ. পারভেজ লিটন (প্রাপ্ত ভোট ৮৮), অধ্যাপক মো. আনিছুর রহমান (প্রাপ্ত ভোট ৮৩) ও এ, কে, এম রাশেদুজ্জামান রাশেদ (প্রাপ্ত ভোট ৬১)।
নির্বাচনে সংগঠনের ১২০ জন সদস্য ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যাপক মো. গোলজার হোসেন। আর নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আবু রায়হান আল-বেরুনী এবং সদস্য ছিলেন মো. বজলার রহমান ও প্রভাষক মো. আলমগীর সরকার।
প্রসঙ্গত, সৈয়দপুরের ঐতিহ্যবাহী, প্রাচীনতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শিল্প সাহিত্য সংসদ বিগত ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মিনিপালার্মেন্ট হিসেবে খ্যাত এ সংসদের সদস্যরা হলেন সৈয়দপুর শহরের কবি, সাহিত্যিক, নাট্যকর্মী, শিল্পী রাজনীতিবিদ, আইনজীবী, সংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও সুধীজন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :