আত্রাইয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক পর্যায়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৪ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শুকটিগাছা স্কুল ও কলেজের প্রশান শিক্ষক হামিদুর রহমান বিপ্লব, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন শাহ, শরীরচর্চা শিক্ষক রুহুল আমীন, ছালেক উদ্দিন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক খেশা শুরু হয়। গত ৪ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে যে সকল দল চ্যাম্পিয়ন হয় তাদের অংশগ্রহনে ৫ জানুয়ারি উপজেলা পর্যায়ে খেলা শুরু হয়ে বুধবার ফাইনাল খেলার মাধ্যমে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি