বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তের সুন্দরা বিওপিতে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয় অধিনায় পর্যায়ে দুই দেশের মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত। গত বুধবার দুপুর ২.৩০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা (বিএসটি) পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে।
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ পরিহার, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করা, সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ, দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ, চোরাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উক্ত সাক্ষাতে ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিএ- বিএ-৭৬৫০ লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)সহ ২৩ জন এবং বিএসএফ এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন উপস্থিত ছিলেন।

ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি