সৈয়দপুরের কামারপুকুরে আব্দুল্লাহ্ মডেল স্কুলের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিন নিয়ামতপুর ডাঙ্গাপাড়ায় আব্দুল্লাহ্ মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে স্কুল চত্বরে মিলাদ -মাহফিল, বিশেষ দোয়া এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আব্দুল্লাহ মডেল স্কুলের সভাপতি সমাজসেবক মো. আবু জোবায়ের প্রামানিক সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ও বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ইলেকট্রিক্যাল বিভাগের অবসরপ্রাপ্ত প্রশিক্ষক মো. লুৎফর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষক মোছা. সোহাগী খাতুন ও বিএনপির বাঙ্গালীপুর ইউনিয়ন সহ-সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সেখানে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সুধীজন, সাংবাদিক, আব্দুল্লাহ্ মডেল স্কুলের পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ মডেল স্কুলের পরিচালক মো. লুৎফর রহমান জানান, কোন রকম ব্যবসায়িক কিংবা লাভের মনোভাব থেকে নয়, এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানসম্মত ও সময়োপযোগী শিক্ষাদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। মূলতঃ কামারপুকুর ইউনিয়নের দক্ষিন নিয়ামতপুর ডাঙ্গাপাড়ার মতো একটি প্রত্যন্ত এলাকার সব শ্রেণির পরিবারের শিশু শিক্ষার্থীরা তাদের বাড়ির সন্নিকটে এই শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ও গুনগত শিক্ষা গ্রহন করতে পারবে বলে আশাবাদী তিনি।
উল্লেখ্য, আব্দুল্লাহ মডেল স্কুলে চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলটিতে মনোরম ও সুন্দর পরিবেশে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হচ্ছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আচরন গঠনে বিশেষ গুরুত্ব ও নজর এবং দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যতœসহকারে পাঠদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিশু শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রতি আগ্রহী করতে ডিজিটাল পদ্ধতিতে গল্প, ছবি ও খেলার মাধ্যমে শেখানো ব্যবস্থা রয়েছে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :