মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বগুড়ায় সমাজের অসহায়, অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মেরী সমাজ কল্যাণ সংস্থা। রবিবার দুপুরে শহরের সেউজগাড়ী পানির ট্যাংকি লেন সংস্থার নিজস্ব কার্যালয়ে দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে আলু বিতরণ করা হয়।
মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা: মেহেরুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম লিটন। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এই চেতনার ওপরই গড়ে ওঠে সহমর্মিতা ও মানবিকতার সেতুবন্ধন। পরস্পরের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মিলেমিশে জীবনযাপন করাই মানুষের জীবনের প্রকৃত সার্থকতা। মানবকল্যাণের সেই মহৎ আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেরী সমাজ কল্যাণ সংস্থা। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য ও বৈষম্য অনেকাংশে দূর করা সম্ভব।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা সুলতানা বলেন, সুখ-দুঃখ ভাগাভাগি করে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সুখ নিহিত। মানবসেবাই মেরী সমাজকল্যাণ সংস্থার মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সংস্থাটি নিয়মিতভাবে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব হওয়া উচিত। সেই দায়িত্ববোধ থেকেই কাজ করছে সংস্থাটি।
সংস্থার কার্যনির্বাহী সদস্য আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, পেসড এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী রাজিন চৌধুরী ও নারী উদ্যোক্তা সাহেরা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মাহমুদা বেগম, শিক্ষিকা শারমিন আব্বাসী, মনজিলা খানম, মুক্তি আক্তার, সুমি আক্তার প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার