ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলও অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজের জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন
জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৬ এ স্কুল ও কলেজ পর্যায়ে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ ওই কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ পিএসসি, জি, আর্টিলারি জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এছাড়াও একই প্রতিষ্ঠানের শিক্ষক ড. আশরাফুল কবীর কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, মুহাম্মদ মোহায়মিনুল কবীর স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, মোছা. রওশন আরা চৌধুরী শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের স্কাউট দল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট দল ও শ্রেষ্ঠ বিএনসিসি দল হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বাংলা রচনা, ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, নির্ধারিত বাংলা বক্তৃতা, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, তাৎক্ষণিক অভিনয়, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল পর্যায়) শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেটসহ ৩৬টি ক্যাটাগরিতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রথম স্থান লাভ করেছেন।
গতকাল মঙ্গলবার সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ উপজেলা ও জেলা পর্যায়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বসহ ওই স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ পিএসসি, জি,আর্টিলারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার গৌরব অর্জন করেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :