বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জ্ঞানতাপস অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে কুসংস্কারমুক্ত করে জ্ঞানের আলোয় আলোকিত করে এবং মানবিকতা ও সভ্যতার ভিত সুদৃঢ় করে। যুগোপযোগী ও মানবিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে নব্বই দশক থেকে শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছেন বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
বগুড়া ওয়াইএমসিএ-এর নির্বাহী পরিচালক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি প্রতিষ্ঠানটিকে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অর্জন করেন শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫। অরাজনৈতিক ধর্মীয় সংগঠন বগুড়া খ্রীষ্টীয় মণ্ডলীর সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এডাব বগুড়া অনু সংগঠনের উপদেষ্টা হিসেবে কিশোর-কিশোরী ও তরুণদের অধিকার, উন্নয়ন এবং সেবামূলক কাজে তাঁর অবদান প্রশংসিত। একই সঙ্গে পরিবেশ রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উপদেষ্টা হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দূষণ প্রতিরোধ, এবং জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, মেধা বিকাশের জন্য শিখন ও শিখানোর অনুকূল পরিবেশ অপরিহার্য। সৎ ও দক্ষ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক শিক্ষা উপকরণ ও মানসম্মত অবকাঠামোর সমন্বয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিজ্ঞানভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধসম্পন্ন উদার ব্যক্তিত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীরা যেন কেবল সিলেবাসের গণ্ডিতে আবদ্ধ না থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের শুধু জ্ঞানার্জনে নয়, অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগে সক্ষম করে তুলতেই প্রতিষ্ঠানের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ষ্টাফ রিপোর্টার