শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মেহের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন, গোহাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, যুবদল নেতা আলা উদ্দিন, সুলতান, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক জেমি আক্তার,ফার্টিলাইজার এসোসিয়েশনের নেতৃবৃন্দ স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।।
দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ