নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম ক্যাম্প কমান্ডার সাখাওয়াত হোসেন প্রিন্স, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, ওসির প্রতিনিধি এসআই সাইফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, সাংবাদিক মামুন আহমেদ,পল্লিবিদ্যুতের এজিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপি অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ। এছাড়াও পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, আনসার ভিডিপি ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান উপজেলার দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক, ঢেউটিন এবং সেলাই মেশিন বিতরণ করেন।

নন্দীগ্রাম প্রতিনিধি