নন্দীগ্রামে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও আলোচনা সভা
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বুড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।” ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, গোলাম মোস্তফা, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নন্দীগ্রাম প্রতিনিধি