শাজাহানপুরে জমজমাট হা-ডু-ডু ফাইনাল বাংরা স্পোর্টস ক্লাবের শিরোপা জয়
বগুড়ার শাজাহানপুরে নগর আমরুলে হা-ডু-ডুকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নগর আমরুল প্রভাতী সংঘের আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) নগর আমরুল জোয়ারদারপাড়া চারমাথা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
নগর আমরুল প্রভাতী সংঘের সভাপতি ঠিকাদার আমিনুর রহমান জোয়ারদারের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত বগুড়া-৫ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংরা স্পোর্টস ক্লাব ১–০ পয়েন্টের ব্যবধানে ভবানীপুর স্পোর্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আটল, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদশা সরকার, যুবদলের যুগ্ম সম্পাদক সৌরভ হাসান, বিএনপি নেতা শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলা শেষে অতিথিরা বলেন, হা-ডু-ডু আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির গর্ব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তারা নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় হাডুডু ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ