ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বীরমুক্তিযোদ্ধা জোনাব আলী শাহ্ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান, শ্রী ধীরেন, শাহাদত হোসেন, মহসিন চৌধুরী, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, হায়দার আলী, কফিল উদ্দীন, ইয়কাব আলী, মোঃ ছালো, শ্রী রঞ্জিত কুমার, কাশেম আলী, লোকমান আলী, ইয়াছিন আলী, আফজাল হোসেন, শ্রী ভগেন্দ্রনাথ, তারাপদ, শ্রী বাদুলু সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা পরিবার, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সভাপতি মোঃ আফজাল হোসেন।

ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি