বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের সভাপতি ভক্ত কর্মকার সম্পাদক জহর সাহা
কমিটি নিয়ে দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী ভক্ত কর্মকারকে সভাপতি এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার
(১৬ জানুয়ারি) সন্ধ্যার পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে একটি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শাখা সংঘের সদস্যদের উপস্থিতিতে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে বানারীপাড়া শ্রীগুরু সংঘের নতুন কমিটি উপহার দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। এ প্রসঙ্গে রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, জাতি,ধর্ম, বর্ন নির্বিশেষে এই এলাকায় কোনো বৈষম্য থাকবেনা। সাম্প্রদায়িক সম্প্রীতির বানারীপাড়া বিনির্মানে আমি এবং আমার দল সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাবে। সংগঠনের নব নির্বাচিত সভাপতি ভক্ত কর্মকার জানান, শ্রীগুরু সংঘের মূলনীতি হলো সত্য, সেবা, নীতি ও ধর্ম'। এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি আদর্শ জীবনযাপন এবং মানবজাতির কল্যাণ সাধন করা, যার প্রধান উদ্দেশ্য হলো সঙ্ঘ শক্তির প্রতিষ্ঠা, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং ভক্তদের মধ্যে ভাব বিনিময় করা। মানবসেবার মহান ব্রত নিয়ে বানারীপাড়া শ্রীগুরু শাখা সংঘের ঐক্য প্রতিষ্ঠায় নতুন এই কমিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক