তামাকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ
সাধারণ মানুষের মধ্যে তামাকের ভয়াবহতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থা।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন আইএসআইটিসি-২ প্রকল্পের আওতায় বাৎসরিক পরিকল্পনায় অবহিতকরণ, পয়েন্ট নির্ধারণ, চিহ্নিতকরণ, পোস্টার লাগানো, জরিপ, মানববন্ধন, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রচার-প্রচারণাসহ নানা কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাস্কফোর্স সহ ধর্মীয় উপাসনালয় প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দকে সাথে নিয়ে তামাক নিয়ন্ত্রনে মতবিনিময় সভার আয়োজন করা হবে। ইতিমধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া প্রেসক্লাব, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পোস্টার লাগানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।
'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫' কার্যকর করেছে বর্তমান সরকার। আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে সিগারেট, ই-সিগারেট, ভেপ, জর্দা, সাদাপাতা, বিড়ি ও গুলসহ সব ধরনের তামাক পণ্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন এর সাথে আলাপকালে জানান, তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এ অবস্থা থেকে উত্তরণে তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ এবং কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।
মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ধূমপায়ী ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও ক্ষতির মুখে ঠেলে দেন। তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতা এসডিজির সুস্বাস্থ্য অর্জনের পথে বড় বাধা। সমাজকে তামাকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ষ্টাফ রিপোর্টার