বিরামপুরে ভোট কেন্দ্র পরিদর্শন ও উঠান বৈঠক করলেন রংপুরের অতিরিক্ত ডিআইজি
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥
রংপুরের অতিরিক্ত ডিআইজি ড. আঃ কঃ মঃ আকতারুজ্জামান বসুনিয়া রবিবার (১৮ জানুয়ারি) বিরামপুর উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন, ভোট প্রদানে উদ্বুদ্ধ করণ উঠান বৈঠক ও কঠোর দায়িত্ব পালনে থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেছেন।
বিরামপুর থানা পরিদর্শন ও নির্বাচন কালে পুলিশকে কঠোর দায়িত্ব পালনে নির্দেশনা প্রদানের পর অতিরিক্ত ডিআইজি ড. আঃ কঃ মঃ আকতারুজ্জামান বসুনিয়া বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উঠান বৈঠকে তিনি উৎসব মূখর পরিবেশে স্বতঃস্ফুর্ত ভাবে ভোট প্রদান এবং অভিভাবকদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করণের জন্য শিক্ষার্থীদের আহবান জানান। এসময় তার সাথে ছিলেন, দিনাজপুরের এডিশনাল এসপি রফিকুল ইসলাম, ফুলবাড়ি সার্কেলের এডিশনাল এসপি শাহীনুর ইসলাম, বিরামপুর সার্কেলের এএসপি হারেছ উদ্দিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, ওসি (তদন্ত) আতাউর রহমান প্রমূখ। পরে তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি