সৈয়দপুরে সবজি মার্কেটের দুইটি মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত
নীলফামারীর সৈয়দপুরে পৌর আধুনিক সবজি মার্কেটে পাশাপাশি অবস্থিত দুইটি মুদি দোকানে একই রাতে একই কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে সংঘটিত ওই চুরির ঘটনায় চোরেরা দুইটি দোকান থেকে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানা গেছে, শহরের হাতিখানা বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন এলাকারবাসিন্দা মো. জোবায়ের এবং শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার বাসিন্দা মো. সাহিদ আকবর। তারা উভয়ে শহরের পৌর আধুনিক সবজি বাজারে দীর্ঘ চার বছর যাবৎ যথাক্রমে মরিয়ম স্টোর ও আজম স্টোর-২ নামে মুদি পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও গত শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক একটার দিকে তারা দোকান বদ্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন গতকাল রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক আটটার দিকে মর্কেটে দোকান খুলতে আসেন। এর পর দোকান সার্টার দোকানের ছাদের টিন ও সেলিং কাটা অবস্থায় দেখতে পান। এতে তাদের মনে সন্দেহ হয়। পরে তারা বুঝতে পারেন চোরেরা গভীর রাতে দোকানের টিন ও সেলিং কেটে ভেতরে প্রবেশ করে দুই দোকান থেকেই মসলা জাতীয় পণ্য, ভোজ্য তেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
মরিয়ম স্টোরের মালিক মো. জোবায়ের এবং আজম স্টোর-২ এর মালিক মো. সাহিদ আকবর বলেন তাঁদের দোকান থেকে আনুমানিক এক লাখ ৫০ হাজার টাকার করে তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় মুদি দোকান মালিক মো. জোবায়ের ও সাহিদ আকবর সৈয়দপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজার বলেন, শহরের দুইটি মুদি দোকান চুরির বিষয়ে অবগত রয়েছেন। দোকান চুরির বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সদর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির মাত্র দুইশত গজ দূরে পৌর আধুনিক সবজি মার্কেটে একই রাতে একই কায়দায় পাশাপাশি দুইটি মুদি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। তারা চোরদের শনাক্ত করে চুরি যওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :