বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদায় অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ দিন। মাধ্যমিক স্তরের গণ্ডি পেরিয়ে তোমরা এখন উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবনের পথে পদার্পণ করতে যাচ্ছ। তোমরা নতুন শতাব্দীর অগ্রপথিক, অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। সততা, অধ্যবসায়, সংযম ও গভীর পাঠানুরাগই তোমাদের এগিয়ে নেবে সাফল্যের শিখরে। পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিতে ভুলবে না। পরীক্ষার দিন তোমরা মাথা ঠাণ্ডা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। শান্তিপূর্ণভাবে ও আইন মেনে পরীক্ষায় অংশ নেবে এবং কোনো ধরনের অসদুপায় থেকে নিজেকে বিরত রাখবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ভালো কলেজে ভর্তি হয়ে তোমরা নিজের, পরিবার ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে বিদায় অনুষ্ঠান পালন করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর সহকারী সাধারণ সম্পাদক হিউবার্ড রিমন মারান্ডী, শিক্ষা প্রতিষ্ঠানের কনসালটেন্ট গোলাম মোর্শেদ মাহবুব, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, প্রভাষক রাশেদুল বারী, পিএম আপেল মাহমুদসহ প্রমুখ। এসময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের আগামী দিনের কর্ণধার। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে উচ্চশিক্ষা ও জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

ষ্টাফ রিপোর্টার