কাহালুতে অন্যের জমির দখল নিতে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
বগুড়ার কাহালুর বিরকেদার গ্রামের আলা উদ্দিন পিয়াদারের ছেলে একাব্বর পিয়াদা, পৈত্রিক মূলে সি এস ৭৭৭/১, এম আর আর ১০৪৫ ও আর এস ১৪৬৯ খতিয়ানের সাবেক ৫৩৬৮ ও হাল ১৫৭১২ দাগের,০৭ শতকের কাতে ০২.৫০ শতক জমি পৈত্রিক ও গত ০৯.০৭.১৯৮২ তারিখের ৫৩১৯ নং কবলা দলিল মূলে .০২ শতক এবং আর এস খতিয়ান ২০৭৩ খতিয়ানের একই দাগের .০১ শতক জমি,যাহা মা আমিজন বেওয়ার ২০.১২.১৯৯২ ইং তারিখের ৯৩৯৩ নং কবলা দলিল মুলে প্রাপ্ত হন। মা আজিনের মৃত্যু হলে পুত্র হিসেবে একাব্বর প্রাপ্ত হন।একনে সাড়ে ০৫ শতাক জমি প্রাপ্ত হয়ে বসতবাড়ী করে শান্তিপূর্ণ ভোগ-দখলে আছেন।
উক্ত জমিটি মৌখিক ভাবে ক্রয়ের কথা বলে জোরপূর্বক দখলে নিতে যান একই গ্রামের আছির প্রামানিকের ছেলে প্রভাবশালী মুক্তার প্রামানিক। একাব্বর তাতে বাঁধা দিলে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ হয়।অভিযোগ পেয়ে কাহালু থানা পুলিশ উভয় পক্ষের মধ্যে শালীশি বৈঠক করে। উক্ত জোতের জমি-জমার উপর বগুড়া জেলা জজ আদালতে ১৮৫/২০২১ বন্টন মামলা চলমান থাকায় থানা পুলিশ এবিষয়ে কোন সিদ্ধান্ত না দিয়ে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার পরামর্শ প্রদান করেন।এতে প্রভাবশালী মুক্তার প্রামানিক ক্ষিপ্ত হয়ে অবৈধ ভাবে জোরপূর্বক জমিটি দখল নিতে গত ১৩ জানুয়ারী/২৬ ইং তারিখে মহিলা সহ ৮ জনকে আসামী করে কাহালু থানায় ষড়যন্ত্র মুলক মারপিটের সাজানো একটি মামলা দিয়ে হয়রানী করেন বলে, অভিযোগ করেন একাব্বর প্রামানিক ও তার প্রতিবেশী।
বিষয়টির সত্যতা যাচায়ের জন্য সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে ইটের বাড়ী, টিন ও ইটের মিশ্রনে বেড়া/প্রাচীর দিয়ে শাক-সবজির চাষ ও অপর পার্শ্বে টিনের ছাপড়া ঘর রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলা হলে তারা জানান,জায়গাটি দীর্ঘদিন যাবত একাব্বর প্রামানিক ভোগ দখল করে। সেখানে মার-পিটের ঘটনা সম্পর্কে আমাদের জানা নাই। মামলায় যে তারিখ ও সময়ে কথা উল্লেখ করে যাদের আসামী করা হয়েছে তাদের অনেকেই ঐ তারিখ ও সময় কর্মস্থল ও জেলার বাহিরে ছিলেন বলে প্রমাণ উপস্থাপন করেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি