পার্বতীপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী'র মতবিনিময়
দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি প্রার্থী ডা.মো.আব্দুল আহাদ। সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে পার্বতীপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে জামায়াত–এনসিপি সহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ পার্বতীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে তাঁর অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি গণভোটের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সমস্যা-সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ