জাতীয় নির্বাচনে যুব ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বগুড়ায় ‘৫১ জাগরণ’ ক্যাম্পেইন
জাতীয় নির্বাচনে যুব ও নারীর সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় ‘একান্নর জাগরণ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নাগরিক শিক্ষা, সুশাসন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে তরুণ সমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
মঙ্গলবার বিকাল ৪টায় শহরের একটি রেস্টুরেন্টে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও জাগো ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়িত ‘একান্নর জাগরণ’ উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকার যুব ও তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
গোলটেবিল আলোচনায় নাগরিক শিক্ষা, ভোটাধিকার, সামাজিক দায়বদ্ধতা এবং রাষ্ট্র পরিচালনায় যুব ও নারীর অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সচেতন ও দায়িত্বশীল তরুণ সমাজ ছাড়া অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভিবিডি রাজশাহী ডিভিশনের সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমান। তিনি বলেন, তরুণদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। ডিস্ট্রিক্ট ট্রেইনার রোমান ইসলাম, আব্দুল কাইয়ুম আকাশ, আফিয়া ফারজানা, সিন্থিয়া বিনতে মজিব ও সামিউল ইসলাম জিহাদ ইসলাম তরুণদের নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ এবং দায়িত্বশীল রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুব ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও জোরদার হবে এবং গণতান্ত্রিক চর্চা নতুন গতি পাবে।
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মাঠপর্যায়ে ভোটাধিকারকে সহজবোধ্য করা এবং যুব ও নারীদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ