আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতকামনায় দুই স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আদমদীঘিতে পৃথক দুই স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারী) বাদ মাগরিফ আদমদীঘির বাগবাড়ি রতন মুহরির বাসভবনে ও সদর বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত সোমবার বাদ মাগরিফ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামে বিএনপি নেতা রতন হোসেন মুহরির সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিম তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, জেলা বিএনপির সমাজকল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন, দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব আলী, তাঁতী দলের সম্পাদক আতোয়ার হোসন, ফটিক প্রমুখ। অপরদিকে একই সময় উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আয়োজনে বিএনপি নেতা কামাল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অথিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা নাজমুল হামিদের পরিচালনায় ও হাজেম আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন বেহেস্ত নসীব করুন এই কামনা করা হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ