নন্দীগ্রামে প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০শে জানুয়ারী (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় বুড়ইল ইউনিয়নের সিংজানী মাঠে উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় উপ-সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ, উপ-পরিচালক, কৃষি অধিদপ্তর, বনানী, বগুড়া।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ মুশিদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জাকিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার খাদেমুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল হক, উপ-সহকারী কৃষি অফিসার সুজন কুমার, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুস সালাম, উপ-সহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।

নন্দীগ্রাম প্রতিনিধি