বগুড়া-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হতে ২২ জানুয়ারী প্রতিক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ার ৭টি সংসদীয় সহ বগুড়া-৩ আসনের প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রতিক তুলে দেওয়া হয়। বগুড়া জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান প্রতিক বরাদ্দ কার্যক্রমের নেতৃত্ব দেন।
বগুড়া -৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের প্রতিক পাওয়া প্রার্থীগন হলেন, ধানের শীষ-আব্দুল মহিত তালুকদার (বিএনপি), দাঁড়িপাল্লা- নূর মোহাম্মদ (জামায়াত), হাতপাখা-শাহজাহান আলী (ইসলামী আন্দোলন), লাঙ্গল-শাহিনুল ইসলাম (জাতীয় পার্টি)। বগুড়া-৩ আসনে তৈাহিদুল আলম তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এ দিকে আজ (বৃহস্পতিবার) থেকে বগুড়া-৩ আসনে নির্বাচনী প্রচার বিধি মোতাবেক শুরু হয়েছে। দুপুর ২ টা থেকে নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রার্থীদের মাইকিং শুনতে পাওয়া গেছে। রাত ৮ টা পর্যন্ত তা চলবে। আবার প্রার্থীরা ভোটারদের মন জয় করতে সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট চাওয়া শুরু করেছেন আজ থেকে। তবে ভোট প্রচারে ড্রোন, পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ২০টির বেশি বিলবোর্ড মানা, একমঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দিতে হবে। প্রচারণার প্রথম দিনে আজ বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার আদমদীঘি সদরে তাঁর নির্বাচনে এলাকায় সমর্থকদের নিয়ে গনসংযোগ করেছেন। অনান্য প্রার্থীরাও নির্বাচনের মাঠে ব্যস্ত প্রচারে।

আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ