আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
আজ ২৩ জানুয়ারী, শুক্রবার, আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শুভ অধিবাসের মধ্য দিয়ে বিশ্ব শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় ১৬ প্রহর ব্যাপী লীলারস কীর্তন শুরু হবে। আজ শুক্রবার সন্ধ্যায় গঙ্গা আহবান, শ্রীমদভগবদ পাঠ, মঙ্গলঘট স্থাপন করে শুরু অধিবাসের মাধ্যমে হরিনাম যজ্ঞানুষ্টানের সূচনা শুরু হবে। রাতে স্বাগতিক দল রাধাকান্ত সম্প্রদায়ের পরিবেশনায় হরিনাম অন্তে পরদিন ২৪ জানুয়ারী, শনিবার এবং ২৫ জানুয়ারী, রবিবার লীলারস কীর্তন অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারী, সোমবার কুঞ্জভঙ্গ অন্তে শ্রীমন্মাহাপ্রভুর ভোগ, ভোগ দর্শন, মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে। হরিনাম যজ্ঞ অনুষ্টানে লীলারস কীর্তন পরিবেশন করবেন- স্বাগতিক দল ব্রজ গোপাল সম্প্রদায়ের শ্রীমতি সুজাতা মোহন্ত, রংপুরের গৌড় নিতাই সম্প্রদায়ের সৌস্য কৃষ্ণ দাস শিমুল, বগুড়া শিবগজ্ঞের রাই কিশোরী সম্প্রদায়ের শ্রীমতি পুজা রায় স্নেহা, নওগাঁ নজিপুরের শ্রীকৃষ্ণ রূপসজ্জা সম্প্রদায়ের নন্দিনী হালদার। হরিনাম যজ্ঞঅনুষ্টানের সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী বলেন, ইতিমধ্যে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগীতা সহ সকল ভক্ত বৃন্দদের হরিবাসরে পদচারনা দিয়ে কীর্তন শ্রবন ও প্রসাদ গ্রহনের নিমন্ত্রন জানাচ্ছি।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ