নন্দীগ্রামে এক রাতে বাবা ছেলের দুইটি ইজিবাইক চুরি: নিঃস্ব পরিবার
জীবিকার আশায় এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছিলেন বাবা ও ছেলে। কষ্টের সেই বাহনই ছিল তাদের পরিবারের ভাত-কাপড়ের একমাত্র ভরসা। কিন্তু রাতের আঁধারে ঘটে যাওয়া এক নির্মম চুরির ঘটনায় সেই ইজিবাইক হারিয়ে আজ সর্বস্বান্ত হয়ে পড়েছেন তারা। মাথায় ঋণের পাহাড়, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন অসহায় পরিবারটি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের ফোকপাল আমিন পাড়া এলাকায় এ চুরির ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীরা হলেন ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম বাবলু (৬০), পেশায় ইজিবাইক চালক এবং তার ছেলে হামিদুল ইসলাম বাপ্পি (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের হাল ধরতে মাত্র ছয় মাস আগে একটি এনজিও থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে বাবা ও ছেলে দুটি ইজিবাইক কিনেছিলেন। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ইজিবাইক চালিয়ে কোনোমতে চলছিল তাদের সংসার। পরে ইজিবাইক দুটির ব্যাটারি নষ্ট হয়ে গেলে বাধ্য হয়ে তারা আরও দেড় লক্ষ টাকা ঋণ নেন। বাড়তি ঋণের বোঝা কাঁধে নিয়েও থেমে থাকেননি পরিশ্রম করে নিয়মিত কিস্তি পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা।
প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার দিবাগত রাতেও রাতের খাবার খেয়ে ইজিবাইক দুটি বাড়ির বাইরে তালাবদ্ধ করে রেখে ঘুমিয়ে পড়েন বাবা ও ছেলে। কিন্তু রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা বসতবাড়ির বেড়ার তালা কেটে এবং ইজিবাইকগুলোর তালা ভেঙে দুটি ইজিবাইক চুরি করে নিয়ে যায়। তারা রাত আনুমানিক তিনটার দিকে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, যেখানে তাদের জীবনের একমাত্র অবলম্বন ছিল সেখানে পড়ে আছে শুধু ভাঙা তালা। চারদিকে খোঁজাখুঁজি করেও ইজিবাইক দুটি না পেয়ে অসহায় বাবা ও ছেলে হতাশায় ভেঙে পড়েন। চোখে মুখে তখন শুধুই দুশ্চিন্তা ঋণের কিস্তি কীভাবে দেবেন, পরিবার চালাবেন কীভাবে? এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে ইজিবাইক হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এলাকাবাসী দ্রুত চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারের পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাম মুহাম্মদ বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া ইজিবাইক দুটি উদ্ধারের জন্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নন্দীগ্রাম প্রতিনিধি