দুষ্টু ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মীনা

বর্তমান বিশ্বে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। এই ভাইরাসের কবল থেকে বাঁচতে সচেতনতার কোনও বিকল্প নেই। নিয়মমাফিক চলা, সাবধানে থাকা, সঠিক খাদ্য গ্রহণ এবং শরীরকে ফিট রেখেই কেবল এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
এদিকে ইউনিসেফের জনপ্রিয় শিশুতোষ কার্টুন মীনার নতুন একটি পর্ব সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। এই পর্বে দেখানো হয়েছে কীভাবে ভাইরাস থেকে বিশেষ করে করোনা ভাইরাসের মতো মহামারী থেকে নিজেদের মুক্ত রাখা যায় সে বিষয় নিয়েই এবারের পর্বটি ।
ইউনিসেফ বাংলাদেশ নামক ফেসবুক পেজে শনিবার উম্মুক্ত করা হয় ভিডিওটি।
ভিডিওটির সাথে ক্যাপশনে লিখে দেয়া হয় 'দুষ্টু ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মীনা! কে জিতবে সেই লড়াইয়ে?'
১৯৯৩ সাল থেকেই মীনা কার্টুন বাংলাদেশে বেশ জনপ্রিয় বিশেষ করে শিশুদের কাছে।
মীনা কার্টুনের মাধ্যমে শিশু ও তাদের পরিবারকে বিভিন্ন বিষয়ে সচেতন করার কাজ করে আসছে ইউনিসেফ।
নতুন কার্টুনটিও প্রশংসা পাচ্ছে। এই কার্টুন দেখে কিছুটা হলেও মানুষ সচেতন হবেন বলে মত দিয়েছেন অনেকেই।