ভারতে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু
ভারতে আরেক অভিনেত্রীর মৃত্যু ঘটেছে। প্রেক্ষা মেহতার পর এবং মেবিয়েনা মাইকেল। মঙ্গলবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কর্নাটকের এই টেলিভিশন অভিনেত্রীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর। কর্নাটকের দেভিয়ালিতে এক দুর্ঘটনায় মৃত্যু হয় এই উঠতি অভিনেত্রীর। তাঁর মত্যুর খবর শোকস্তব্ধ দক্ষিণের টেলি মহল।
জানা গেছে, মাদিকেরি থেকে বাড়িতে ফিরছিলেন মেবিয়েনা। ওই সময় আচমকাই তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেবিয়েনার। দুর্ঘটনার সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় গাড়ি থেকে বের করে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মেবিয়েনার মৃত্যুর পর বেঙ্গালুরু পুলিস একটি অভিযোগ দায়ের করেছে।
রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে উত্থান হয় কর্নাটকের এই অভিনেত্রীর। ওই রিয়েলিটি শো-এর পর থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন মেবিয়েনা।

অনলাইন ডেস্ক