ছেলেকে নিয়ে পরীমনির সমুদ্র বিলাস

সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে সেসব কষ্ট ফেলে এসে আবারও আনন্দের রঙে রাঙিয়েছেন নিজের দিনগুলো। সুস্থ হয়ে তিনি এবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রের টানে কক্সবাজারে ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে সঙ্গে নিয়ে সমুদ্রের ধারে সি বাইক চালানোর একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। খোলা চুল, চোখে চশমা, মুখে প্রশান্তির হাসি- সব মিলিয়ে যেন নতুন উদ্দীপনায় ভরপুর এক পরী। শেয়ারকৃত সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার বাজান খুশি।
অভিনেত্রীর এই প্রাণবন্ত রূপ দেখে ভক্ত-অনুরাগীরা যেমন খুশি হয়েছেন, তেমনি মা-ছেলের সেই দুষ্টুমিমাখা মুহূর্তগুলো দেখে আবেগে ভেসেছেন অনেকেই।
শুধু অভিনেত্রী নন, একজন মমতাময়ী মা হিসেবেও পরীমনি বরাবরই নেটদুনিয়ায় প্রশংসিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। একঝলক সুস্থতা, একরাশ ভালোবাসা আর জীবনের প্রতি নতুন করে ধরা দেওয়া উদ্যম সবই যেন ধরা পড়েছে সেই ভিডিওতে।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণরত এক যুদ্ধ বিমান দুর্ঘটনা হলে সেখানে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়। যেটা দেখে পরীমনি নিজের ভেতরের সেই তীব্র মানসিক ধাক্কা সামলাতে না পেরে প্যানিক অ্যাটাকের শিকার হন। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে রাজধানীর এক হাসপাতালে ভর্তি করা হয়।