প্রকাশিত : ৬ জুলাই, ২০১৯ ২১:৫০

অ্যাপেনডিসাইটিসের কিছু উপসর্গ ও লক্ষণসমূহ

অনলাইন ডেস্ক
অ্যাপেনডিসাইটিসের কিছু উপসর্গ ও লক্ষণসমূহ

মানবদেহের একটি অপ্রয়োজনীয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। আর এই অ্যাপেন্ডিক্সে কোনো কারণে সংক্রমণ ছড়িয়ে পড়লে যে সমস্যার সৃষ্টি হয় সেটি অ্যাপেনডিসাইটিস নামে পরিচিত। বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনোভাবে খাদ্য বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।এ ক্ষেত্রে সময় মতো অস্ত্রোপচার করা না গেলে বা সমস্যা ধরা না পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্বের প্রায় পাঁচ শতাংশ মানুষের ক্ষেত্রে অ্যাপেনডিসাইটিস মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।

অ্যাপেন্ডিক্সের সংক্রমণে পেটে ব্যথা হয়। ঠিক যে ধরনের ব্যথা বা উপসর্গ দেখে বুঝবেন আপনি অ্যাপেনডিসাইটিসের সংক্রমণে আক্রান্ত-

উপসর্গ ও লক্ষণসমূহ

* পেটে যন্ত্রণা হওয়া। সাধারণত, নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচে এই ব্যথা ছড়িয়ে পড়ে।
* পেটে যন্ত্রণার সঙ্গে বমি বমি ভাব
* বমি হওয়া
* খিদে না পাওয়া
* কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা
* পেটের যন্ত্রণায় জ্বর আসা। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না।
* পেটজুড়ে মারাত্মক যন্ত্রণা অনুভূত হলে এবং পেট ফুলে উঠলে তা অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার কারণেও হতে পারে।

উপরে