প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ২০:০৯

ব্রাজিলে কারাগারে সংঘর্ষে নিহত ১৫

অনলাইন ডেস্ক
ব্রাজিলে কারাগারে সংঘর্ষে নিহত ১৫

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫জন নিহত হয়েছেন।কারা কর্তৃপক্ষ জানায়, রোববার (২৬ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় হঠাৎ সংঘর্ষ শুরু হয়।কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা এক সংবাদ সম্মেলনে বলেন, সাক্ষাতের সময় এর আগে কখনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

নিরাপত্তারক্ষীরা এ দিন দ্রুততম সময়ে ব্যবস্থা না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো বলেও জানান এ কর্মকর্তা।২০১৭ সালের জানুয়ারিতে, এ কারাগারেই বিদ্রোহ করেছিল কয়েদিরা। সেদিন প্রায় ২০ ঘণ্টাব্যাপী অবরোধ ও সংঘর্ষে ৫৬জন মারা যান।বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কয়েদির দেশ ব্রাজিল। সরকারি তথ্যমতে, ২০১৬ সালের জুন মাসে দেশটিতে ৭ লাখ ২৬ হাজারেরও বেশি কয়েদি ছিল, যা কারাগারগুলোর মোট ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ। অতিরিক্ত কয়েদি থাকায় ব্রাজিলের কারাগারে দলগত সহিংসতা, বিদ্রোহ, জেলে ভেঙে পালানোর ঘটনা অহরহই ঘটে।

উপরে