প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ১৯:৩৯

তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩ বিধায়ক ও ৫০ কাউন্সিলর

অনলাইন ডেস্ক
তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩ বিধায়ক ও ৫০ কাউন্সিলর

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তিন বিধায়ক ও ৫০ কাউন্সিলর। মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান শুরু হয়। বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে অনুষ্ঠানে পৌঁছে গেছেন ওইসব বিধায়ক ও কাউন্সিলর। খবর আনন্দবাজার পত্রিকার।

লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল ছেড়ে অনেকের বিজেপিতে যোগদানের জল্পনা চলছিল। আজ সেই চিত্র কিছুটা স্পষ্ট হচ্ছে। ওই খবরে বলা হয়, তিন পৌরসভাই তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দখলে যাচ্ছে। নৈহাটি পৌরসভার ৩১ কাউন্সিলরের মধ্যে ২৯ জন বিজেপিতে যোগ দিয়েছেন। হালিশহর পৌরসভার ২৩ জনের মধ্যে ১৭ জন বিজেপিতে যোগ দিয়েছেন, যাদের রয়েছেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানও। কাঁচরাপাড়ার ২৪ জনের মধ্যে ১৭ জন যোগ দিলেন বিজেপিতে, এটিতেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও রয়েছেন।এছাড়া বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়ও বিজেপিতে যোগ দিয়েছেন।

উপরে