প্রকাশিত : ৩০ মে, ২০১৯ ২১:২০

মন্ত্রিসভায় আসছেন অমিত শাহ,অর্থ নাকি স্বরাষ্ট্র—জল্পনা জারি মন্ত্রক নিয়ে

অনলাইন ডেস্ক
মন্ত্রিসভায় আসছেন অমিত শাহ,অর্থ নাকি স্বরাষ্ট্র—জল্পনা জারি মন্ত্রক নিয়ে

সব জল্পনার অবসান। মন্ত্রী হচ্ছেনই বিজেপি সভাপতি অমিত শাহ। নিশ্চিত করলেন গুজরাতের বিজেপি সভাপতি জিতু বাঘানি। তবে মন্ত্রক নিয়ে এখনও জল্পনা কাটেনি। ফলে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর সঙ্গেই শপথ নিতে দেখা যাবে অমিত শাহকে। 

দ্বিতীয় বার বিজেপি তথা এনডিএ ক্ষমতায় আসার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল, এ বার মন্ত্রিসভায় আসতে পারেন অমিত শাহ। শোনা যাচ্ছিল, স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। তবে অমিত শাহের নিজের পছন্দ অর্থমন্ত্রক। আবার অন্য একটি সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রীও হতে পারেন অমিত। তবে শেষ পর্যন্ত কোন মন্ত্রক পাবেন, তা নিয়ে এখনও জল্পনা জিইয়ে রেখেছে বিজেপি।শারীরিক অসুস্থতার জন্য অরুণ জেটলি জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় থাকতে চান না। ফলে সেই জায়গায় অমিতকে দায়িত্ব দেওয়া হতে পারে। অন্য দিকে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে রাজনাথ সিংহকে অন্য কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারেসূত্র : আনন্দবাজার পত্রিকা

উপরে