প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৩

ভারি বৃষ্টিপাতের শঙ্কায় মুম্বাইয়ে রেড এলার্ট জারি

অনলাইন ডেস্ক
ভারি বৃষ্টিপাতের শঙ্কায় মুম্বাইয়ে রেড এলার্ট জারি

ভারি বৃষ্টিপাতের শঙ্কায় ভারতের মুম্বাইয়ে রেড এলার্ট জারি করা হয়েছে। মুম্বাইসহ এর আশপাশের স্কুলসহ আজ বৃহস্পতিবার বন্ধ আছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।

আবহাওয়া অফিস বলছে, পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

কর্মকর্তারা জানান, রেড এলার্টের আওতায় পড়েছে মুম্বাই ও এর কাছেই থাকা রায়গড়। মুম্বাই ছাড়াও থানে ও কংকন এলাকায় আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের অন্যান্য এলাকায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী আশীষ শেলার।

বুধবার রাতে মুম্বাইয়ের উপকণ্ঠে ভারসোভায় তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে পালগাড় ও থানেতে।

বর্ষার এই সময়টাতে ভারি বৃষ্টিপাতের ফলে মুম্বাইয়ে ফ্লাইটের শিডিউল বিপর্যয়, সড়কে যানজট, জলাবদ্ধতা ও ঘরবাড়ি বন্যার কবলে পড়ে। 

উপরে