নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৪ সেনা
নাইজারে ইসলামপন্থী সন্ত্রাসীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটির কর্তৃপক্ষের বরাতে এ হামলার তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন মিলিটারি পুলিশ ও সাতজন ন্যাশনাল গার্ডের সদস্য রয়েছেন।
বুধবার রাতে নাইজারের সানাম গ্রামের নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নিরাপত্তা বাহিনীর দলটি। তাদের কনভয়টি যাওয়ার সময় তাদের ওপর অ্যামবুশ করে সন্ত্রাসীরা।
এর আগে গত ১০ ডিসেম্বর দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ৭১ সেনাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

অনলাইন ডেস্ক