করোনায় ইউরোপে মৃত্যু এক লাখ ছাড়ালো
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যক্তরাষ্ট্র। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপ মহাদেশ। শনিবার পর্যন্ত সেখানে করোনায় মৃত্যুর হিসাব এক লাখ পার করেছে।
এএফপির তালিকা অনুযায়ী ইউরোপে করোনাভাইরাসে মোট মৃত্যু ১০০৫১০ জন, বিশ্বজুড়ে মোট মৃত্যুর প্রায় দুই তৃতীয়াংশ। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগে মারা গেছে ১৫৭৫৩৯ জন।
অনেক দেশ শুধু গুরুতর অসুস্থদের করোনা টেস্ট করছে এবং তাতে করে আক্রান্তের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।
ইউরোপে ইতালি ও স্পেনে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২২৭ জন মারা গেছে ইতালিতে, আর স্পেনে ২০০৪৩। ফ্রান্সে প্রাণহানি ১৯৩২৩ এবং ব্রিটেনে অফিসিয়াল মৃত্যুর হিসাব ১৫৪৬৪।

অনলাইন ডেস্ক