ভারতে করোনায় মৃত্যু ৩১ হাজার ছাড়াল
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানায়। ওয়ার্ল্ডওমিটার জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এর আগে একদিনে আর কখনও একদিনে এত বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়নি।
করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময় আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৯ জন। একই সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪১ জনের।
সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে ৪২ লাখ ৪৮ হাজার ৩২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জনের।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ২৪৯ জন।
এসময় মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৮ জন। সবমিলিয়ে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ২০০ জন। আর মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৩৮৫ জন।

অনলাইন ডেস্ক