বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়ালো
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮২০ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৭১ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৬ হাজার ৮৩০ জন, ব্রাজিলে ৯৫ হাজার ৮১৯ জন, মেক্সিকোতে ৪৮ হাজার ৮৬৯ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ২৯৫ জন, ভারতে ৩৯ হাজার ৭৯৫ জন, ইতালিতে ৩৫ হাজার ১৭১ জনসহ বিশ্বে ১৮৮ টি দেশে এখন পর্যন্ত সাত লাখ ৭৪১ জন মারা গেছেন।
করোনায় এখনও ২৪ ঘণ্টায় গড়ে প্রায় ৫ হাজার ৯০০ জন মারা যাচ্ছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অনলাইন ডেস্ক