বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই কোটি
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই কোটি। একদিনে আক্রান্ত প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ। আর একদিনে ৪ হাজার ৮শ' মানুষের মৃত্যুতে বিশ্বে করোনায় মোট মৃত্যু এখন ৭ লাখ ৩৩ হাজার ।
এদিকে, ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ গেছে ১ হাজার ১৩ জনের। মোট মৃত্যু এখন ৪৪ হাজার ছাড়াল। নতুন ৬২ হাজার শনাক্ত হওয়ায় মোট শনাক্ত ২২ লাখের বেশি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ প্রায় ৫২ লাখ। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে শিশু ও অল্প বয়সীদের মধ্যে সংক্রমণ বেড়েছে। আর ভয়াবহ করোনা পরিস্থিতিতে ব্রাজিলে মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ।

অনলাইন ডেস্ক