সিকিমে মাতৃত্বকালীন ছুটি এক বছর, পিতৃত্বকালীন ৩০ দিন

ভারতের সিকিমে মাতৃত্বকালীন ছুটি এক বছর দেওয়ার ঘোষণা করেছে সরকার। ছুটির সিদ্ধান্ত ঘোষণা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং।
বুধবার (২৬ জুলাই) সিকিমের সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় মুখ্যমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার জন্য চাকরিবিধিতে পরিবর্তন আনা হবে। সরকারি নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এক বছর করা হবে। শুধু তাই নয়, পুরুষরাও পিতৃত্বকালীন এক মাসের ছুটি পাবেন।
সরকারি কর্মচারীরা যাতে তাদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সে কারণে সরকারের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সিকিম প্রশাসন জানিয়েছে, খুব তাড়াতাড়ি সরকারি চাকরিজীবীদের বিধিতে এই ঘোষণা অনুযায়ী পরিবর্তন আনা হবে।
উল্লেখ্য, ভারতের ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, নারী কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস