ইউক্রেনের ছোড়া ৪২টি ড্রোন ধ্বংস: রাশিয়া

রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ক্রিমিয়ান উপদ্বীপে ইউক্রেনের ৪২টি ড্রোন এবং কালুগা অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
শুক্রবার ভোরে এগুলো ধ্বংস করা হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির মন্ত্রণালয় বলেছে, নয়টি ড্রোন বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে এবং ৩৩টি ড্রোন ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ এর মাধ্যমে দমন করা হয়েছে। লক্ষ্যে পৌঁছাতে না পেরে ক্রিমিয়ার ওপর বিধ্বস্ত হয়েছে ড্রোনগুলো। এ ঘটনায় রাশিয়া ইউক্রেনকে দায়ি করেছে।
ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলের মস্কোর নিযুক্ত করা গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, সেভাস্তোপলের উপকণ্ঠে খেরসোনস প্রমোনটরিতে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগে, প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, তারা মস্কো অঞ্চলের সীমান্তবর্তী কালুগা অঞ্চলে ইউক্রেনের উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র গুলি করেছে।
হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় রাশিয়ার বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট স্থগিত করেছে। এমন হামলা কয়েক দিন ধরেই হয়ে আসছে রাশিয়ায়। তবে এবারের ঢেউয়ের মধ্যে ড্রোনের সংখ্যা ছিল সবচেয়ে বড়। ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: রয়টার্স