গাড়ি বোমা হামলার দায়ে ইরাকে ৩ জনের ফাঁসি

ইরাকের রাজধানী বাগদাদে সাত বছর আগে একটি গাড়ি বোমা হামলার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে বাগদাদের ওই গাড়ি বোমা হামলায় ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৩ জুলাই ওই হামলার সময় ছিল রমজান মাস। বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। পরে ওই হামলায় ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছিল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ইরাকে গত বছর ১১ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আদালত এ সময় ৪১ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।