নেদারল্যান্ডে আবারও কোরআন অবমাননা

এ বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি নেদারল্যান্ডে একজন কট্টর-ডানপন্থি ব্যক্তির মাধ্যমে পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছিল। আবারো একই ঘটনা ঘটেছে দেশটিতে। এবার ইসলামবিদ্বেষী গোষ্ঠীর নেতা এদুইন ভেগেনসভালদ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের একটি কপি ছিঁড়ে ফেলেন। তুরুস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) তুর্কি দূতাবাসের সামনে এমন ঘটনা ঘটে।
এমন কাজ তিনি এই প্রথমবার করেননি। এর আগেও দেশটির হেগ শহরে অবস্থিত পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ডেনমার্কের দূতাবাসের সামনে কোরআনের কপি ছেঁড়ার মত ন্যাক্কারজনক কাজ করে ইসলাম ও মুসলমানদের অপমান করেছিলেন।
তুর্কি দূতাবাসের সামনে তিনি কোরআন ছিঁড়েই ক্ষান্ত হননি কোরআনের পাতায় পা দিয়ে মাড়িয়েও দেয়।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ইউরোপের দেশগুলোতে মুসলিমবিদ্বেষী ব্যক্তি দ্বারা একাধিকবার এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেখা যায়। এতে মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এর আগেও ইউরোপেরই দুই দেশে সুইডেন ও ডেনমার্কে একাধিকবার কোরআন অবমাননার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দেশ দুটির সম্পর্কের অবনতিও ঘটে। পরে ডেনমার্ক কোরআনসহ অন্যান্য পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানো বন্ধ করতে আইনি উপায় খোঁজা শুরু করে।