প্রশ্নের মুখে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন রকেট হামলার পর প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ। তাদের ফাঁকি দিয়ে কীভাবে হামলা চালালো হামাস। এটা তাদের ব্যর্থতা।
শনিবার (৭ অক্টোবর) সকালে হামাসের আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত তিন শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরও প্রায় ১৫৯০ জন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ২৩২ জন মারা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একইসঙ্গে অন্তত ১৬০০ জন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে হামাসের এত বড় পরিকল্পিত হামলা গোয়েন্দা সংস্থা মোসাদের নজর এড়িয়ে গেলো, তা নিয়ে এরইমধ্যে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েল সরকার। গোয়েন্দা তথ্যের ফাঁকফোকর বের করার চেষ্টা করছে তারা।
১৯৭৩ সালের ৬ অক্টোবর মিশর ও সিরিয়ার আচমকা হামলার পর প্রথম দিকে খানিকটা অপ্রস্তুত পড়ে গিয়েছিল ইসরায়েল। এবারও হামাসের আচমকা আক্রমণে সেই ৫০ বছর আগেকার ইয়োম কিপপুর যুদ্ধের বহু মিল পাচ্ছেন অনেকে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জেনারেল জিওরা আইল্যান্ড বলেন, সেই সময়ে যা ঘটেছিল তার সঙ্গে হামাসের হামলার বেশ মিল।তিনি বলেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, খুব ভালোভাবে সমন্বিত আক্রমণে ইসরাইল বিস্মিত হয়েছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, গোয়েন্দা প্রস্তুতি নিয়ে আলোচনা হবে পরে। তবে এই মুহূর্তে ফোকাস যুদ্ধের দিকে। সাংবাদিক ব্রিফিংয়ে তিনি বলেন, যখন আমাদের এ বিষয়ে কথা বলার প্রয়োজন হবে তখন আমরা এ বিষয়ে কথা বলব।
ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং দক্ষ। তারা দেশের ভেতরে এবং বাইরে কাজ করে। আর এর পেছনে প্রচুর অর্থও ব্যয় করে দেশটি। ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপগুলোর ভেতরেই ইসরাইলি গোয়েন্দারা রয়েছে।
এছাড়া অন্য সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে মিশে গিয়েও কাজ করে তারা। পাশাপাশি লেবানন, সিরিয়াসহ অন্যান্য জায়গায়ও তাদের তথ্যদাতা ও এজেন্ট রয়েছে। অতীতে ইসরাইলি গোয়েন্দারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের সব ধরনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাদের অনেককে হত্যাও করেছে।
তবে হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল। শত শত হামাসের বন্দুকধারীদের একটি বাহিনী ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী ভেঙে শহরে ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের মার্কিন সরকারের সাবেক ডেপুটি ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসার জনাথন প্যানিকফ একে গোয়েন্দা ব্যর্থতা হিসিবে অভিহিত করেছেন।
এদিকে গাজা উপত্যকার সাতটি ভিন্ন ভিন্ন এলাকার নাগরিকদের নিজেদের ঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে যে সেসব এলাকায় হামাসের ঘাঁটি রযেছে, সেখানে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে তারা।
ইসরায়েলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেওয়া শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
প্রতিশোধের হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সবশেষ ভিডিও বার্তায় বলেছেন যে তাদের ‘শত্রুকে এর চূড়ান্ত মূল্য দিতে হবে, যা তাদের আগে কখনো দিতে হয়নি।