গাজায় বোমা হামলা চলছেই, নিহত বেড়ে ৭৭০

গাজা উপত্যকায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার হাত থেকে বাঁচেনি বেসামরিক ভবনগুলোও। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭০ এ পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৭৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে চার হাজার। নিহতদের মধ্যে ১৪০ শিশু ও ১২০ নারী রয়েছে।
পশ্চিম তীরে হামাসের আধিপত্য না থাকলেও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার থেকে চালানো হামলায় পশ্চিম তীরে ১৮ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্য সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের সীমানায় হামাসের এক হাজার ৫০০ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। এরা সবাই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে।