ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গাজা উপত্যকায় ৪ লাখের বেশি ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ।
ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ রয়েছে। তৃষ্ণা মেটাতে অনেকে কূপ থেকে লোনা পানি পান করছে।
গাজায় পানিবাহিত রোগের বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থাটি।
শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘন্টার মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করেছে।
ওসিএইচএ জানিয়েছে, এই আদেশের পর কয়েক হাজার বাসিন্দা উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।