গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩২৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইসরায়েলের হামলায় গত শনিবার থেকে আজ পর্যন্ত শিশুসহ ২ হাজার ৩২৯ জন নিহত হয়েছে।এসময়ে আহত হয়েছেন ৯ হাজার ৭১৪ জন।
এর আগে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েরের হামলায় গাজায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে ১৩০০ লোককে হত্যা করেছে এবং অনেককে বন্দী করেছে। যা ইসরায়েলের ইতিহাসে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে খারাপ হামলা।
এদিকে, গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পক্ষ অবস্থান নিলেও রাশিয়া এখনো পর্যন্ত কোনো পক্ষে অবস্থান নেয়নি। তবে, মস্কো গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে।
রোববার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে ‘মানবিক যুদ্ধবিরতি'র আহ্বান জানিয়ে আগামী সোমবার রাশিয়ার একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটগ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।
শনিবার (১৪ অক্টোবর) জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, শুক্রবার নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে এখন পর্যন্ত তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। তিনি আশা করেন, আগামী সোমবার নিউইয়র্ক সময় বিকেল ৩টায় ভোট হবে।
এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তার পথ খুলে দেওয়া ও প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের কথা উল্লেখ করা হলেও সরাসরি হামাসের নাম বলা হয়নি।