গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল বা থাকার কোনো আগ্রহ নেই ইসরায়েলের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান একথা বলেন। সোমবার (১৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তিনি বলেন, আমরা এখন বেঁচে থাকার জন্য লড়াই করছি। যার একমাত্র উপায় হল হামাসকে নির্মূল করা, তাই আমাদের যা প্রয়োজন তাই করতে হবে।
ইসরায়েল হামাসকে নির্মূল করলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত জানতে চাইলে এরদান বলেন, যুদ্ধের একদিন পর কী ঘটবে তা নিয়ে ইসরায়েল ভাবছে না।
এর আগে. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল হবে ইসরায়েলের একটি ‘বড় ভুল’। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান ঠিক আছে বলে মনে করেন তিনি।
হামাসকে ‘পুরোপুরি নির্মূল করা উচিত কিনা’ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ’ আমি করি।
তিনি দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্তও করেন।