পশ্চিম তীরে ৪২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল

অধিকৃত গাজার পশ্চিম তীরে বিমান হামলা চালিয়ে অন্তত ৪২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
রোববার (২২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৪২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে গাজা উপত্যকার শ্রমিকও রয়েছে। অধ্যুষিত গাজার পশ্চিম তীরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
ফিলিস্তিনি এজেন্সি জানিয়েছে, রামাল্লা, হেবরন এবং জেনিনসহ অন্যান্য এলাকাতে একাধিক বিমান হামলা হয়েছে। এসব এলাকা থেকেও বেসামরিকদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলের সামরিক বাহিনীর টানা ২ সপ্তাহের বিমান হামলায় অবরুদ্ধ গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪ হাজার ৩৮৭ জন। ৫ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা। হাসপাতাল, মসজিদ, গীর্জা কিংবা আশ্রয়কেন্দ্র-সর্বত্র হামলা চালাচ্ছে ইসরায়েল।
এই পরিস্থিতিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। পশ্চিম তীরে অনবরত হামলা চালাচ্ছে আইডিএফ।